ভিডিও সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০৩ দুপুর

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি : ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ওমানে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দেখা করার পর ট্রাম্প সোমবার (১৪ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে বিলম্বিত করছে। আমার মনে হচ্ছে তারা (ইরান) আমাদের টোকা দিচ্ছে। ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে মুক্তি দিতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’ তিনি আরও বলেন, ‘ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে অথবা তেহরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার মুখোমুখি হতে হবে।’

আরও পড়ুন

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই শনিবার বলেছে যে তারা ওমানে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করেছে। আলোচনার দ্বিতীয় রাউন্ড আগামী শনিবার নির্ধারিত হয়েছে। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে রোমে। এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্র এবং ইরান পরোক্ষ আলোচনা করেছিল। তবে তা সামান্যই অগ্রগতির মুখ দেখেছিল। দুই সরকারের মধ্যে সর্বশেষ সরাসরি আলোচনা ছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে। যিনি ২০১৫ সালে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির নেতৃত্ব দিয়েছিলেন। যদিও ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে ওই অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে পরিত্যাগ করেছিলেন। খবর : রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানরা

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতসহ ৮ দল

আজ জেলহত্যা দিবস

আজ অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি