ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে যা বলছে হামাস 

গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে যা বলছে হামাস , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের ওই প্রস্তাব উপস্থাপন করেছেন।

মিসরের আল-কাহেরা নিউজ টিভি গতকাল সোমবার এ খবর দিয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তারা যে প্রস্তাব পেয়েছেন, তার মধ্যে অন্তত দুটি উপাদান নিয়ে আলোচনাই সম্ভব নয়। সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা আরও বলেছে, মধ্যস্থতাকারীরা হামাসের উত্তরের অপেক্ষায় আছে।

পরে গতকাল দিন শেষে এ নিয়ে এক বিবৃতিতে হামাস বলেছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে এবং যত দ্রুত সম্ভব তাদের উত্তর জানাবে। একটি যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনো তাদের মূল দাবিতে অটল আছে। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণরূপে শত্রুতা বন্ধ করতে হবে, হামাসের এই দাবি যুদ্ধবিরতির প্রস্তাবে পূরণ হয়নি।

আরও পড়ুন

এছাড়া নতুন প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। এ প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠন রাজি হবে না বলেও জানান আবু জুহরি। ইসরায়েল এখনো এই প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। মিসরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবার প্রধান আল-কাহেরাকে বলেন, ‘এখন সময় কতটা গুরুত্বপূর্ণ, সেটা হামাস খুব ভালো করে জানে। তাই আমার বিশ্বাস, তারা খুব দ্রুত ইসরায়েলের প্রস্তাবের জবাব দেবে।’ এ বছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি ছিল। মার্চে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী