ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত অর্ধশতাধিক

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত অর্ধশতাধিক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্বে সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। তবে সোমবার (১৩ এপ্রিল) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই ঘটনায় ৫৪ জন প্রাণ হারিয়েছে। মানবাধিকার সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, মুসলিম বন্দুকধারীরা মধ্য উত্তর রাজ্যের একটি খ্রিষ্টান কৃষক সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) রাতে ১২টার পর বাসসা এলাকার জিকে এবং কিমাকপা গ্রামে ওই হামলা চালানো হয়। চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করে। মালভূমি রাজ্যের রাজধানী জোস থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে ওই হামলা চালানো হয়। মধ্যাঞ্চলে অবস্থিত এই রাজ্যে দুই সপ্তাহেরও কম সময়ে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু এই সঙ্কট তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করেছি। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। ওই কর্মকর্তা জানান, সেখানে হামলার ঘটনায় আরও ৩০ জন আহত এবং আরও ৩০টি বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে। এক বাসিন্দা জানায়, প্রায় ১০০ জন সশস্ত্র লোক পুরো গ্রামে হামলা চালিয়েছে।  খবর : ডয়েচে ভ্যালি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করুন : সাবেক এমপি রফিক

লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ ও থানায় হামলা মামলায় আটক ৯ দল থেকে বহিষ্কার ৩

তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ

মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন রনি

বগুড়ার সোনাতলায় নন-টেকনিশিয়ান কবিরাজ চালাচ্ছে এক্স-রে মেশিন

ডাকাতি-ছিনতাইসহ ১১ মামলার আসামি সাইফুল গ্রেফতার