ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

সীতাকুণ্ডে রড কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।

আরও পড়ুন

তিনি বলেন, লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। দুই শ্রমিকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মোস্তফা ও রিফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জিপিএইচ ইস্পাত কারখানার নির্বাহী পরিচালক আলমাস শিমুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ