ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

দিনাজপুরের বোচাগঞ্জে ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে গত ৮ মাস আগে প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এটি ভুল হয়েছে মর্মে তা ফেরত দিতে নির্দেশ দিয়েছে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

প্রাথমিক শিক্ষকে আধুনিক ও ডিজিটাল করতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনাজপুর বাফার কেন্দ্রে প্রজেক্টর ও অন্যান্য সামগ্রী আসে। সেই হিসেবে বোচাগঞ্জ উপজেলার ১২৫টি প্রাথমিক বিদ্যালয়কে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। সেই প্রজেক্টর দিয়ে চলছিল আধুনিক ও ডিজিটাল শিক্ষা কার্যক্রম।

হঠাৎ-ই দিনাজপুর জেলা শিক্ষা অফিস থেকে নির্দেশ আসে যে, বোচাগঞ্জ উপজেলায় যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছে তা ভুল করে দেয়া হয়েছিল। তাই দ্রুত সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফেরত দিতে বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে বোচাগঞ্জ উপজেলার ১২৫টি বিদ্যালয়ের প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী ৮ মাস ব্যবহার করে তা ফেরত দেয়া হয়েছে।

আরও পড়ুন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বক্কর সিদ্দিক বলেন, প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রীগুলো অন্য জেলার ছিল। ভুল করে দিনাজপুর বাফার আমাদের উপজেলায় পাঠিয়ে দিয়েছিল এবং আমরা তা বিতরণও করেছিলাম। বিতরণকৃত সব স্কুল হতে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী তুলে নিয়ে দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বাফার এ ফেরত দিব।

বোচাগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন মহন্ত বলেন, ভুলবশত প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছিল। যা এখন ফেরত দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র