দিনাজপুরে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ২

দিনাজপুর জেলা প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী নিয়মিত অভিযানে গতকাল শুক্রবার ডিএনসি’র উপ-পরিদর্শক মো: মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২শ’ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে।
দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সুন্দরবন নতুন ভুষিরবন্দর ২নং সুন্দরবন ইউনিয়নের রংপুর টু পঞ্চগড় গামী পাকা রাস্তা হাইওয়ে রোডে রংপুর হইতে পঞ্চগড় গামী জাহেদা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে ২ জনের কাছে ৬শ’ করে মোট ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। আটককৃত আসামিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বৃদ্দা বাগিস গ্রামের মৃত আলা বক্স-এর পুত্র মো: কাসেম আলী (৫২) ও পানিমাছকুটি গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মো: সুজাত হোসেন (৪০)।
আরও পড়ুনআসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণীর ১০ (ক) ধারায় দিনাজপুর কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ সকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
মন্তব্য করুন