ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

ত্রিশালে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ত্রিশালে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

নিউজ ডেস্ক: ময়মনসিংহের  ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরও ৩ জন।

নিহতরা হলেন, হনুফা আক্তার এবং অজ্ঞাত এক যুবক। নিহত হনুফা জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হন তার স্বামী রিপন মিয়া।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পুলিশ।

আরও পড়ুন

নিহত নারীর স্বামী আহত রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজিপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি বীর রামপুর এলাকায় পৌঁছা মাত্রই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে মুখমন্ডল ও মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, এ দুর্ঘটনায় নিহত ২ জনের মধ‍্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় এখনো জানা যায়নি। আহত ৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ‍্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছর পর ঢাকায় নেদারল্যান্ডস

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

ভারতের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

রংপুরসহ দেশের চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

টেলর সুইফট’র বাগদানে গুগলের সেলিব্রেশন, ট্রাম্পের শুভেচ্ছা

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল আটক