ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বিয়ে করলেন অভিনেতা জামিল, পাত্রী মুনমুন

বিয়ে করলেন অভিনেতা জামিল, পাত্রী মুনমুন, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল এবার। এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু।

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে।

আরও পড়ুন

জামিলের স্ত্রী মুন একজন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গোয়ালার মৃত্যু

যুবকের জামা-জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা

ইউরোপের দেশে দেশে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বর্ণলতা

ফোন না ধরায়’ শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর

বর্ষায় এলো ড. প্রিয়াংকার কন্ঠে ‘আজি নেমেছে আঁধার’