ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫, ০৭:৪১ বিকাল

পর্যটকবাহী সাবমেরিন বিস্ফোরিত হয়ে ছয়জনের মৃত্যু

সংগৃহীত,পর্যটকবাহী সাবমেরিন বিস্ফোরিত হয়ে ছয়জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সিনবাদ নামের এ সাবমেরিনটিতে রাশিয়ান পর্যটকরা ছিলেন। যারমধ্যে শিশুও ছিল। সাবমেরিনটি উপকূলীয় শহর হুরঘাদার প্রবাল প্রাচীর দেখাতে পর্যটকদের নিয়ে যাচ্ছিল। কিন্তু এর আগেই এটি বিস্ফোরিত এবং উপকূল থেকে এক কিলোমিটার দূরে ডুবে যায়।

দুর্ঘটনার সময় সাবমেরিনট ৪৫ জন যাত্রী ও অন্যান্য ক্রুদের বহন করছিল। যার মধ্যে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ২৯ জনকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মিসরের রাজধানী কায়রোতে অবিস্থত রাশিয়ার দূতাবাস ফেসবুক পোস্টে জানিয়েছে, বিবলিও গ্লোবাস ইজিপ্ট ট্র্যুর নামে একটি সংস্থা সাবমেরিনটি পরিচালনা করত। দুর্ঘটনার সময় এটিতে তাদের ৪৫ জন নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়। রুশ দূতাবাস অবশ্য চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

যে সংস্থাটি সাবমেরিনটি পরিচালনা করত সেটির একটি বিজ্ঞাপনে বলা আছে, তাদের সাবমেরিনে পর্যটকদের জন্য ৪৪টি আসন রয়েছে। এছাড়া এটিতে পাইলটদের জন্য দুটি আসন রয়েছে। বিজ্ঞাপনে আরও বলা আছে, না ভিজেই লোহিত সাগরের নিচের দৃশ্য অবলোকন করা যাবে তাদের সাবমেরিনের মাধ্যমে। যেটিতে রয়েছে স্বচ্ছ জানালা। এছাড়া বিশ্বে বিনোদনের জন্য নির্মিত যে ১৪টি সাবমেরিন রয়েছে, সেটির দুটি তাদের কাছে রয়েছে বলেও এক বিজ্ঞাপনে জানিয়েছিল এ সংস্থাটি

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুুরহাটের ধরঞ্জীতে ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দীর্ঘ ১৪ বছর পর বগুড়ার শেরপুরে উপজেলা ও শহর  ছাত্রদলের কমিটি গঠন

পাবনার চাটমোহরে শৈত্যপ্রবাহে বোরো বীজতলার ক্ষতি

বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ

জকসুর ৩৫ কেন্দ্রে ৫৮৩ ভোটে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী