সীতাকুণ্ডে নিজের ফার্মে যাওয়ার সময় কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় মো. নাছির উদ্দিন (৪৪) নামে একজন কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নাছির উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দিন ইফতার শেষে বাড়ির কাছে নিজের ফার্মে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার উপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘটনার সাথে কারা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1763904469.jpg)

