ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : র‌্যাব

ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : র‌্যাব, ছবি: সংগৃহীত।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গাবতলীর র‌্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লে. কর্নেল মো. মাহবুব আলম বলেন, প্রথমস্তরে ২৪টি টহল কার্যক্রম পরিচালনা করা হবে। দ্বিতীয় স্তরে ছিনতাইকারী ও মলমপার্টি থেকে রক্ষা করতে সাদা পোশাকে র‌্যাবের সদস্যরা কর্মরত আছেন। তৃতীয় স্তরে মোবাইল স্ট্রাইকিং কোর্ট রয়েছে যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যায়। গাড়ি ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেট থাকবেন সঙ্গে, মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও শপিং সেন্টার ও বাস টার্মিনালে টহল দেয়া হচ্ছে।

বাসস্থান ত্যাগের আগে পর্যাপ্ত নিরাপত্তার খেয়াল রাখার পরামর্শ দিয়ে লে. কর্নেল মাহবুব আলম রাস্তায় কারও থেকে খাদ্য গ্রহণে ও সক্ষ্যতা না করার পরামর্শ দিয়েছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান নেপালের সেনাবাহিনীর

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন, দোকানের ফ্রিজে মিলল মরদেহ

কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের: নেতানিয়াহু

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সারাদেশে গ্রেপ্তার ৩৩

চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন কারিশমা!

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু