ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৫, ০৪:৪৪ দুপুর

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান স্পেনের

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান স্পেনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। একইসঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের তাগিদও দিয়েছেন তিনি। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। এসময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার বিষয়ে আলোচনা করেন তিনি। আল-সিসি এবং বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনালাপে সানচেজ গাজায় যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে পুনর্বহালের পাশাপাশি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লিখেছেন, ‘ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির এই মর্মান্তিক বিপর্যয় বন্ধ করতে হবে আমাদের।’

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এবং আরও এক লাখ ১৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড