ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ছবি: সংগৃহীত।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অংশীদারিত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা বার্তা দেন মার্কো রুবিও। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। এই দিবসটি এবার বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করার কাজ করছে, যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্বাচনের সুযোগ করে দেবে।’

আরও পড়ুন

মার্কো রুবিও আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের এই যাত্রাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ যুক্তরাষ্ট্র।বিবৃতিতে বাংলাদেশের এই বিশেষ দিবসে বাংলাদেশি জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানানোর পাশাপাশি উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের দাবি

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন

‘জয়িতার দিগনরাত্রি’তে অন্য এক অনবদ্য বৃষ্টি

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে

বিটিভি’র ‘বৈঠকখানায়’ দুই মৌলিক গান গাইলেন তারা চারজন

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজে ধ্বস : পাউবোর মেরামত