ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

মিনিস্টারের অস্থির বাজারে স্বত্বির অফারে ‘কোটিপতি হোন’ অফারের ব্যাপক সাড়া

দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার-এ চলছে অস্থির বাজারে স্বত্বির অফারে ‘কোটিপতি হোন’ অফার। এই অফারে ক্রেতাগণ মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো মডেলের ফ্রিজ ও ফ্রিজার, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচকার্ড এবং স্ক্র্যাচকার্ড ঘষলেই হতে পারেন কোটিপতি, লাখপতি ও পেতে পারেন একটির সাথে আরেকটি ফ্রি এবং বিশাল মূল্যছাড়সহ নিশ্চিত আকর্ষণীয় গিফট বক্স।

এবিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের জনাব সোহেল কিবরিয়া, হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বলেন- “মিনিস্টার ব্র্যান্ড সব সময় ক্রেতাগণের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি । দেশের এই অস্থিতিশীল বাজারে ক্রেতাগণ যাতে স্বাচ্ছন্দে ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারেন সেজন্যই আমাদের এই অফার। তিনি আরও বলেন- এই অফারে আমরা সবত্রই ব্যাপক সাড়া পাচ্ছি।  ইতোমধ্যে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সাথে একটি ফ্রি বিজয়ী পেয়েছি । এদরে মধ্যে উল্লেখযোগ্য ঢাকা ইব্রাহীমপুরের সাদিয়া রহমান, জামালপুরের হাবিবুর রহমান, বাগেরহাটের জোহর মোল্লা, বগুড়ার রফিকুল ইসলাম, কক্সবাজারের ইলয়াস, কুমিল্লার হেদায়েত উল্লাহসহ অনেকে। এখন অপেক্ষা শুধু কোটিপতি বিজয়ীর…।

 

মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্টসহ আকর্ষণীয় গিফট বক্স। ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাচ্ছেন মাত্র ১৭,৯০০ টাকায় সাথে থাকছে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার । এছাড়াও নির্দিষ্ট মডেলের এলইডি টিভিতে রয়েছে ৫৩% মূল্যছাড়।  শুধু কি তাই, মিনিস্টার ফ্রিজে থাকছে ১৩,২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড় এবং এসিতে রয়েছে ১২,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়সহ ফ্রি ইনস্টলেশন সুবিধা। এছাড়াও হোম অ্যাপ্লায়েন্স পণ্যে রয়েছে বিশাল ডিসকাউন্টসহ সকল পণ্যে থাকছে নিশ্চিত আকর্ষণীয় গিফট বক্স।

আরও পড়ুন

এ অফারের সুযোগ গ্রহণ করতে আর দেরি না করে আজই আসুন আপনার নিকটস্থ মিনিস্টারের শো-রুমে আর হয়ে যান লাখপতি বা কোটিপতি।

সর্বশেষ অফার বা যেকোনো তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: 09606700700

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়

বিশ্ববাজারে সোনার দাম কমলো ৫ শতাংশ

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বগুড়ার মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে : মহিদুল ইসলাম রিপন