ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

প্রতারিত হচ্ছে সহজ সরল মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শয়তানের নি:শ্বাস বাহিনী সক্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শয়তানের নি:শ্বাস বাহিনী সক্রিয়

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদ মার্কেট ঘিরে সক্রিয় শয়তানের নি:শ্বাস বাহিনী। এই চক্রের তৎপরতায় এক নিঃশ্বাসেই সর্বস্ব হারিয়ে ঘরে ফিরছে মানুষ। নিরীহ বৃদ্ধ ও সরল মানুষরা এদের টার্গেট। নির্জন নিরিবিল, বাসে, অটোরিক্সাসহ বিভিন্ন জায়গা এদের নিরাপদ স্থান হলেও এরা এখন সক্রিয় মার্কেট এবং ব্যাংক পাড়ায়।

এমন কি কাপড় ব্যবসায়ী সহ  নানা পেশার মানুষ সেজে তারা প্রতারণামূলক কাজ চালিয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে। গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের আশাতন বেওয়া একটি ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এরকম প্রতারণার শিকার হয়েছেন। তারা তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গেছে। টাকা নিয়ে যাওয়ার পর সে বুঝতে পারে তাকে কোন অজানা ওষুধে মূহর্তের জন্য সব কিছু ভুলিয়ে দেয়া হয়েছিল।

একাধিক ভুক্তভোগি মানুষের কাছ থেকে জানা গেছে, শয়তানরা দুই অথবা ৩ জন এক দলে সংঘবন্ধ। তবে  তারা এক সাথে থাকে না। পৃথক পৃথক চরিত্র সেজে এক সাথে কাজ করে। এরা কাঁধে ব্যাগ নিয়ে এবং মুখে মাক্স পরে মার্কেট, বাজার বাসষ্ট্যান্ড সহ নানা  স্থানে ঘুরে, ঘুরে এরা  শিকার  সংগ্রহ করে। শয়তানদের একজন যদি কাউকে টার্গেট করে তবে টিমের সবাই তাকে লক্ষ্য করে এগিয়ে যায়।

আরও পড়ুন

তারপর উপযুক্ত স্থানে সেই টার্গেটের ব্যক্তির সাথে  নানা কথা বলে নানা ভাবে সখ্যতা গড়ে তুলে তাদের সংস্পর্শে এসে কোন না কোন ভাবে নাকের খুব কাছাকাছি তাদের হাতের কাগজে থাকা অজানা পাউডারের ঘ্রাণ ছড়াবে আর তাতেই মূহর্তেই টার্গেট করা ব্যক্তি তাদের হিপটনাইজ হয়ে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। তারপর তারা যা চাইবে, যেখানে নিয়ে যাবে, ভুক্তভোগিরা তাই করবে। এই সুযোগে এই শয়তান বাহিনীর সদস্যরা ভুক্তভোগির  কাছে টাকা পয়সা স্বর্ণলংকার, মোবাইল ফোনসহ কি কি দামি জিনিস আছে সব মালামাল নিয়ে মূহূর্তে সটকে পড়ে। এসব কাজে পাশের লোকজন বুঝতেই পারেনা এখানে কি হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ধরণের কোন ভুক্তভোগির অভিযোগ পাওয়া যায়নি। তবে  ঈদে যাতে কোন ব্যক্তির কোন বিষয় অশান্তির কারণ হতে না পারে  এবং  প্রতারণা শিকার না হয় সেজন্য পোশাকে ও সাদা পোশাকে পুলিশ ও নারী পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী