ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলালে আগুনে পুড়লো চার দোকান

জয়পুরহাটের ক্ষেতলালে আগুনে পুড়লো চার দোকান। ছবি : দৈনিক করতোয়া

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চার দোকানের মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি উপজেলার পাঠানপাড়া বাজারে ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত ১টার সময় পাঠানপাড়া বাজারে খইবর আলীর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে সেখান থেকে পাশ্ববর্তী দোকানদার খাইরুল ইসলামের মুদির দোকানে আগুন দ্রুত প্রবেশ করে। এতে তার প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এছাড়া নজরুল ইসলামের ওষুধের দোকান এবং মাবুদ হোসেনের চায়ের দোকান পুড়ে প্রায় ৫ লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত খাইরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে কয়েকদিন আগে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উত্তোলন করেছি। রাতে দোকান ঘরে আগুন লেগে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

ক্ষেতলাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন মিয়া বলেন, উপজেলার পাঠানপাড়া বাজারে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। চারটি দোকান আগুনে পুড়ে যায়। সময়মত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বগুড়ার শেরপুরে ১৫ দিনের বাছুর দিনে দুধ দিচ্ছে আধা লিটার!

দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে- ওবায়দুর রহমান চন্দন

বগুড়ার সোনাতলায় মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক : ভালো দাম পেয়ে খুশি

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় প্রজন্ম লীগ নেতা রাসেল গ্রেফতার

রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় রিকশাচালকের চাঞ্চল্যকর তথ্য