ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

রিকশা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রিকশা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক:  কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে পথ থেকে তুলে শ্যালো মেশিন ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) সকালে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রী ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন

ওই ছাত্রী জানায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জন যুবক অটোরিকশাটি থামিয়ে অটোরিকশাচালক ও তাকে মারধর করে টেনে হিঁচড়ে বিলের মাঝে একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে অটোরিশাচালককে বেঁধে রেখে ৫ যুবক তাকে ধর্ষণ করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযুক্ত ২ যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলতেকিন খানের আবেগঘন পোস্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে লড়বে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ

১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

পিটিয়ে কৃষক হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা

আজ এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা