ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত

পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই ডাকাত। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুই ডাকাত হলেন-রুবেল হোসেন ও মাসুদ রানা। আহত অবস্থায় আটক দুই ডাকাত মাসুদ ও রুবেলকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে ব্যারিকেড দেয় ও তাদের ধাওয়া করে। ডাকাতরা ওই ছয়টি স্থানের ব্যারিকেড ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিন জন গুরুতর আহত হন। আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করা হয়েছে। তাদের সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত ডাকাতের লাশের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর থানায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

ঢাবি থেকে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত

শেরপুরে আওয়ামী লীগ নেতা চাঁন গ্রেফতার

পাকিস্তানে দাম কমল পেট্রোলের, বাড়ল হাইস্পিড ডিজেলের

৫০ লাখ টাকা চাঁদাবাজি : জানে আলম অপু গ্রেপ্তার