ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৫, ১২:৩৭ দুপুর

বান্ধবীর সঙ্গে ঘুমোচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষ্য কুকুর!

সংগৃহিত,পোষা কুকুরের গুলিতে আহত যুবক!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস, টেনেসিতে নিজের পোষা কুকুরের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি তার বান্ধবীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন এবং বন্দুকটিও সেখানেই ছিল। লোডেড বন্দুকে পা লেগে ট্রিগার চেপে দেয় কুকুরটি সেই সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় এতেই তিনি আহত হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, আহত ব্যক্তি বিছানায় শুয়ে ছিলেন, আর তাঁর লোডেড বন্দুকও বিছানাতেই ছিল। তার পোষা পিট বুল, নাম ওরিও, খেলার ছলে লাফাতে লাফাতে বন্দুকের ট্রিগার গার্ডে পা আটকে ফেলে। এর ফলেই ট্রিগার চেপে যায় এবং গুলি বেরিয়ে ব্যক্তির বাঁ পায়ের উরুতে আঘাত হানে। সৌভাগ্যবশত, গুলি গুরুতর আঘাত করেনি, শুধুমাত্র ছুঁয়ে বেরিয়ে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আহত ব্যক্তির বান্ধবী বলেন, আমরা তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ গুলির আওয়াজ শুনে জেগে উঠি। আমাদের কুকুরটি খুব দুষ্টু এবং বিছানায় লাফালাফি করতে খুব পছন্দ করে। খেলার ছলেই হয়ত এই দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সবসময় বন্দুকের সেফটি অন রাখা কিংবা ট্রিগার লক ব্যবহার করা খুবই জরুরি।

আমেরিকায় বন্দুক সংক্রান্ত দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে, তবে কোনও পোষা প্রাণীর কারণে এমন দুর্ঘটনা ঘটার ঘটনা অত্যন্ত বিরল। ২০২৩ সালে কানসাসে এক ব্যক্তি তার পোষা জার্মান শেফার্ড কুকুরের গুলিতে মারা যান, যখন কুকুরটি ভুল করে শিকারি বন্দুকের ট্রিগারে পা দিয়ে দেয়। এমনকি ২০১৮ সালেও আইওয়ায় এক ব্যক্তি তার পিট বুল-ল্যাব্রাডর মিশ্র জাতের কুকুরের গুলিতে আহত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেতা

খালেদা জিয়ার প্রয়াণে অঝোরে কাঁদলেন মনির খান

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দিপু হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক আসামি