নাটোরের গুরুদাসপুরে ইসলামী আইনে ধর্ষকদের বিচার দাবি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : ‘দেশে ধর্ষণ করোনা ভাইরাসের মতো মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ধর্ষিতরা সমাজে বেশি লাঞ্ছিত হলেও প্রচলিত আইনের ফাঁক গলিয়ে ধর্ষকরা পার পেয়ে যান। বিচারহীনতায় ধর্ষকরা উৎসাহিত হয়, বেড়ে যায় তাদের দৌরাত্ব। কিন্তু ভুক্তভোগী পরিবারকে সারাজীবন এ ক্ষত বয়ে বেড়াতে হয়। ইসলাম প্রধান দেশে ইসলামী আইনে ধর্ষকদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
আজ বুধবার (১২ মার্চ) বেলা ১১ টায় উপজেলার চাঁচকৈড় বাজারস্থ চৈতালী হাট মোড়ে ঘন্টাব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করে গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশন। এতে সংগঠনের সদস্য ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী ,অভিভাবক ও সর্বসাধারণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুনপথসভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রাফিউল আলম, সভাপতি পলাশ ইসলাম, সাধারণ সম্পাদক সৈকত হোসেন শুভ,সাংগঠনিক সম্পাদক সামিউল আহম্মেদ স্মরণ,সদস্য হালিমাতুস সাদিয়া।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


