ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বগুড়ার গাবতলী ও সারিয়াকান্দিতে ধর্ষকের শাস্তির দাবিতে কর্মসূচি পালন

ছবি: দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ, নারীর ওপর সহিংসতা ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আজ বুধবার (১২ মার্চ) প্রতিবাদি মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিরা জানান-
গাবতলী (বগুড়া) : সকালে উপজেলা মহিলাদলের উদ্যোগে থানার তিনমাথার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা মহিলাদলের সভাপতি সুরাইয়া জেরিন রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সহ-সভাপতি শামিমা আকতার পলিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, সুরভী আকতার, দোলেনা বেগম, টুনি বেগম, নাজমা বেগম, নাজমা আকতার, হাসিনা, নুর বানু, ফেরদৌসী আকতার রুবি, রেহেনা আকতার রুনু, সোমা বেগম, নার্জিনা খাতুন, জাহানারা বেগম প্রমুখ। 
সারিয়াকান্দি (বগুড়া) : সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সকালে একটি বিক্ষোভ মিছিল করেন। পরে কলেজ মাঠের কড়ইতলা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুঞ্জুর মোর্শেদ, শরীরচর্চা শিক্ষক রকি হাসান, আব্দুস সোবহান, ইয়াসির আরাফাত, মুশফিক রহিম, চৈতী আক্তার, মেহেদী হাসান, শশী, আল আমিন, বনি আমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক সাত মাস ধরে অনুপস্থিত

প্রতারকের রাজা কোটালীপাড়ার মশিউরকে  গ্রেপ্তার

পটুয়াখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ; আহত ১৫