ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার গাবতলী ও সারিয়াকান্দিতে ধর্ষকের শাস্তির দাবিতে কর্মসূচি পালন

ছবি: দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ, নারীর ওপর সহিংসতা ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আজ বুধবার (১২ মার্চ) প্রতিবাদি মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিরা জানান-
গাবতলী (বগুড়া) : সকালে উপজেলা মহিলাদলের উদ্যোগে থানার তিনমাথার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা মহিলাদলের সভাপতি সুরাইয়া জেরিন রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সহ-সভাপতি শামিমা আকতার পলিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, সুরভী আকতার, দোলেনা বেগম, টুনি বেগম, নাজমা বেগম, নাজমা আকতার, হাসিনা, নুর বানু, ফেরদৌসী আকতার রুবি, রেহেনা আকতার রুনু, সোমা বেগম, নার্জিনা খাতুন, জাহানারা বেগম প্রমুখ। 
সারিয়াকান্দি (বগুড়া) : সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সকালে একটি বিক্ষোভ মিছিল করেন। পরে কলেজ মাঠের কড়ইতলা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুঞ্জুর মোর্শেদ, শরীরচর্চা শিক্ষক রকি হাসান, আব্দুস সোবহান, ইয়াসির আরাফাত, মুশফিক রহিম, চৈতী আক্তার, মেহেদী হাসান, শশী, আল আমিন, বনি আমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন