ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

জাতিসংঘের মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট গ্লোবাল আলোচনায় আসবে : প্রেসসচিব

সংগৃহীত,জাতিসংঘের মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট গ্লোবাল আলোচনায় আসবে : প্রেসসচিব

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের ফলে রোহিঙ্গা সংকট গ্লোবাল আলোচনায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বুধবার (১২ সার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

তিনি জানান, রোহিঙ্গাদের হিউম্যান এইড কমে যাচ্ছে। প্রায় ১৫ মিলিয়ন ডলার প্রতি মাসে রোহিঙ্গাদের দরকার হয়। তাই সম্মানের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে শান্তি এবং স্থিতিশীলতা জরুরি। বৈঠকের প্রধান লক্ষ্য হবে এটি।


শফিকুল আলম জানান, শুক্রবার এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব।

আরও পড়ুন

তিনি জানান, কক্সবাজারের বিমানবন্দর ও মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, আরাকান আর্মির সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ আছে। ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে জাতিসংঘের মহাসচিবকে জানানো হবে। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের সমর্থন আছে বলেও জানান শফিকুল আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলায় নিহত বেড়ে ৫৩

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর প্রথম চ্যাম্পিয়ন নিউক্যাসল

সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

এবি ব্যাংকের ইফতার মাহফিল