ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টেলিভিশন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

টেলিভিশন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১,ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে শিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে গ্রেফতারের পর আজ বুধবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত মমিনুল উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

বিরামপুর থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে মমিনুল ইসলাম প্রতিবেশী ৭ বছর বয়সী দুই কন্যাশিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয়। এসময় মমিনুল তার নিজ ঘরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলে দুই শিশুই চিৎকার করতে থাকে। ঘটনা জানাজানি হলে মমিনুল পালিয়ে যায়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করে এবং ওই দুই শিশুকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আরও পড়ুন

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং গ্রেফতার আসামিকে বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২