ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ১১:২৩ দুপুর

শামীম ওসমান-দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে আরেকটি মামলা

শামীম ওসমান-দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে আরেকটি মামলা, ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম। তিনি বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মামলাটি থানায় রুজু করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মিজানের ভাই লিটন মিয়া বাদী হয়ে গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে গত ৯ মার্চ আদালত আবেদনটি মামলা হিসেবে রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন।মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৪ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আরও ২ থেকে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা গেছে, বাদীর ভাই আহত মিজান গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয়। এসময় আসামিরা মিজানসহ আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাথরুমে পড়েছিল নারী প্রভাষক সিধি‘র মরদেহ

"আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই"

ভৈরবে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ দগ্ধ ১৫

দুর্দান্ত জয়ে সমতায় ফিরল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

মেডিকেল টেকনোলজিস্টদের কাজে ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা