ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

মাদকের মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজ এই রায় ঘোষণা করেন। আদালত রায়ে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত ফারিয়া মাহবুব পিয়াসাকে খালাস দিয়েছেন। তিনি আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে আদালত খালাসের রায় ঘোষণা করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তাঁর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর বাসা থেকে ৭৮০ ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

আরও পড়ুন

২০১৭ সালে পিয়াসা নামটি আলোচনায় এসেছিল। উচ্ছৃঙ্খল জীবন-যাপন করায় সে বছর তাঁকে তালাক দেন দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত হোসেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হন তিনি।

তবে খবরের পাতায় তাঁর নাম আসে ২০১৯ সালে। সে বছর দিলদার আহমেদ সেলিম তাঁর সাবেক পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁর সেই সাবেক পুত্রবধূর নাম ফারিয়া মাহবুব পিয়াসা। চাঁদা দাবির অভিযোগে ২০১৯ সালের ৫ মার্চ পিয়াসার বিরুদ্ধে মামলা করেছিলেন দিলদার আহমেদ। আবার পিয়াসাও মামলা করেছিলেন তাঁর স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

ভারতের চন্ডীগড়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ

কারাগারে পাঠানো হলো আইভীকে

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ