ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

গোপালগঞ্জে দিনদুপুরে যুবককে হত্যা করে ডাকাতি

গোপালগঞ্জে দিনদুপুরে যুবককে হত্যা করে ডাকাতি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দন্ত চিকিৎসক পল মজুমদারের ছেলে পিয়াস মজুমদারকে (২২) হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
 
আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
 
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ছেলে পিয়াসকে বাড়িতে রেখে গ্রাম্য দন্ত চিকিৎসক পল মজুমদার ও তার স্ত্রী নার্স অনিতা বৈদ্য কর্মস্থলে চলে যায়। দুপুরে পল বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের আলমারির ড্রয়ার খোলা ও সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। পরে ছেলে পিয়াসকে হাত, পা ও মুখবাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। 
 
প্রতিবেশীরা ছুটে গিয়ে পিয়াসকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
প্রতিবেশী সলমন মজুমদার বলেন, খোকনের চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে পিয়াসের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সব আসবাবপত্র ভাঙাচোরা এবং এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বাড়িতে একা থাকায় ওই যুবককে বেঁধে রেখে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটে নেয়া হয়েছে। পিয়াসের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়

বিশ্ববাজারে সোনার দাম কমলো ৫ শতাংশ

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বগুড়ার মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে : মহিদুল ইসলাম রিপন