ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০৩:৪৮ দুপুর

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ, আধিপত্য ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ, আধিপত্য ভারতের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন ভারত থেকে সর্বাধিক পাঁচ ক্রিকেটার জায়গা পেয়েছেন দলে, যদিও অধিনায়ক রোহিত শর্মা জায়গা করে নিতে পারেননি।

রানার্সআপ নিউজিল্যান্ড থেকে চারজন অন্তর্ভুক্ত হয়েছেন এই একাদশে। দলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে করা হয়েছে সেরা একাদশেরও অধিনায়ক। এছাড়া আফগানিস্তানের দুজন ক্রিকেটার আছেন এই তালিকায়। তবে জায়গা হয়নি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ কিংবা স্বাগতিক পাকিস্তানের কোনো ক্রিকেটারের।

ভারতের বিরাট কোহলি (২১৮ রান), শ্রেয়াস আইয়ার (২৪৩ রান) ও লোকেশ রাহুল (১৪০ রান) ব্যাটিংয়ে অবদান রেখে জায়গা পেয়েছেন একাদশে। রাহুল থাকছেন উইকেটরক্ষক হিসেবেও। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৭৭ রান ও দুর্দান্ত ফিল্ডিংয়ে নজর কেড়ে জায়গা করে নেন দলে। পেস অলরাউন্ডার হিসেবে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ উমারজাই (১২৬ রান ও ৭ উইকেট)। বোলিং বিভাগে আছেন মিচেল স্যান্টনার (৯ উইকেট), মোহাম্মদ শামি (৯ উইকেট), বরুণ চক্রবর্তী (৯ উইকেট) ও ম্যাট হেনরি (সর্বোচ্চ ১০ উইকেট)। দলটির দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতের অক্ষর প্যাটেল, যিনি ৫ উইকেটের সঙ্গে ১০৯ রানও করেছেন।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ : রাচীন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ উমারজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। দ্বাদশ ক্রিকেটার : অক্ষর প্যাটেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট নিয়ে বিএনপি-জামায়াত একমত হতে পারছে না কেন ? | Daily Karatoa

বগুড়া-০৬ আসনে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি | Daily Karatoa

ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোলাকুলি ও ফুল-মিষ্টি বিতরণ

বগুড়ার সূত্রাপুরে আন্তঃজেলা চো-র চক্রের এক সদস্য আটক | Daily Karatoa

কেন বন্ধুকে ২৬ টুক/রা করে ম/র/দে/হ ড্রামে ভরে রাখে? আড়ালে এক সিনেমাটিক গল্প | Daily Karatoa

শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ আজ