বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে মো. সিফাত নামের সপ্তম শ্রেণির এক ছাত্রে লাশ উদ্ধার করা হয়েছে। সিফাত পৌর শহরের উঞ্চুরকি উত্তর পাড়ার ভ্যান চালক হাফিজার মোল্লার ছেলে এবং গাবতলী পাইলট হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
আজ শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকার ঈদগাহের পাশে পুকুর পাড়ে তাকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনসিফাতের গলায় আচড়ের দাগসহ বেশ কয়েকটি দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
মন্তব্য করুন