গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশী স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৫৫) নিহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘‘ভোরে জেলার গোবরা রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’’
আরও পড়ুনতিনি আরো বলেন, ‘‘রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। সেই সঙ্গে নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
মন্তব্য করুন