ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

মুশফিককে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছে বিসিবি

মুশফিককে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছে বিসিবি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। দেশের ক্রিকেটের বড় এই তারকাকে মাঠ থেকে বিদায় নিতে পারেননি। সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে বিসিবি।

মুশফিককে সংবর্ধনা দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ শনিবার মিরপুরে বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দেখতে গিয়ে অন্যান্য দেশের বোর্ড কর্তাদের সঙ্গে আলচনা হয়েছে ফারুকের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকেন। ৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।’

আরও পড়ুন

আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপি’র বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার আটক ২

নাটোরের সিংড়ায় সেতুর মাঝখানে গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

মুজিব কন্যা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছিলো : জেইউবি‘র আলোচনা সভায় বক্তারা

রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

দৈনিক করতোয়ায় জরুরি ভিত্তিতে প্রুফরিডার আবশ্যক

চট্টগ্রামে করোনায় বৃদ্ধের মৃত্যু