ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
_original_1741267418.jpg)
ফেনীতে পৃথক অভিযান চালিয়ে১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে পৃথক দুই অভিযানে শর্শদী ইউনিয়নের স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এবং ফাজিলপুরে ইউনিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বোয়ালমারী থানার মৃত হোসেন শেখের সন্তান মোঃ আব্দুল শেখ (৪৮) ও একই থানাধীন মোঃ কবিরের সন্তান মোঃ রিয়াজুল ইসলাম (১৯) ।
আরও পড়ুনতথ্য নিশ্চিত করে ফেনী গোয়েন্দা শাখা (ডিবি'র) অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন