ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর রামপুরা থানার মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় মো. পলাশ মোল্লা (৪২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নিহত পলাশ মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহাটি গ্রামের মৃত আখতার মোল্লার ছেলে। তিনি রামপুরার বনশ্রী এলাকায় এক মেয়ে এক ছেলেসহ পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি মতিঝিলে বিনিময় মানি এক্সচেঞ্জ এর ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।

পথচারী মো. জুলফিকার জানান, মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক্যাল পরিবহন বাসের চাপায় ওই মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবলা’য় নির্ভরযোগতা বাড়ছে গুঞ্জনে

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি