ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার রাজাবাড়ী হাট চেকপোস্ট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবনপাড়া এলাকার সুন্দরী (৬০), একই এলাকার আদরী (৩৫) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল (৪৫)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার ভোর ৪টার দিকে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রোগী নিয়ে তার স্বজনেরা অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি হাট চেকপোস্টে রাজশাহীর দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আহতরা হলেন—গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবনপাড়া এলাকার সুমি (৪০), শোভন (৪২) এবং ওয়াসিম (৩৫)।

আরও পড়ুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস সাংবাদিক’কে বলেন, ভোরে গুরুত্বর আহত তিনজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত নয়। ওসি রুহুল আমিন সাংবাদিক’কে বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালকসহ ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যে ঘেরা পোস্ট মাহিয়া মাহির

পোপ হতে চান ট্রাম্প!

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে যা জানালেন ফারুক

সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

রাজনীতিতে জাড়ানো নিয়ে যা বললেন প্রীতি জিনতা