ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বগুড়ার শেরপুর আ’লীগের সভাপতি এড. গোলাম ফারুকের জামিন না মঞ্জুর

বগুড়ার শেরপুর আ’লীগের সভাপতি এড. গোলাম ফারুকের জামিন না মঞ্জুর। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপি’র দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে বগুড়ার শেরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারপিটসহ বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সাবেক সভাপতি এড. গোলাম ফারুকের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হাইকোর্টের আদেশে এড. গোলাম ফারুক গতকাল রোববার বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির জামিনের আবেদন শুনানী শেষে তা নামঞ্জুর করে ওই আদশ দেন।

উল্লেখ্য, শেরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু গত ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় সাবেক এমপি হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ আকবাল সনি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগর সভাপতি এড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ ১৪১ জন আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আসামি হিসেবে নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন

 মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৫ নভেম্বর সারাদেশে বিএনপি’র অবরোধ কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর পৌর এলাকার খেজুরতলা উপজেলা বিএনপি’র কার্যালয়ের পশ্চিম পাশে মহাসড়কের ওপর আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফেরণ, গুলি ছুঁড়ে এবং মারপিট করে সোহাগ, মো. শান্ত, সুমন সরকার, নিতাই চন্দ্র দাস, রবিন খানকে আহত করেন। এসময় বিএনপি দলীয় কর্যালয়ে হামলা করে চেয়ার টেবিলসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে এক লাখ টাকার ক্ষতি করেন। আহতদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার