ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অবস্থান

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অবস্থান, ছবি: সংগৃহীত

আন্দোলনে আহতদের সবাইকে মাসিক ভাতার আওতায় আনাসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে প্রায় ৩০ জন আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেখা গেছে।এর আগে বুধবার সকাল ১১টার দিকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনে এসে জড়ো হন। এরপর তারা মূল গেটের সামনের ফটকের সামনে এসে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে দেখা যায়।জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের এ অংশের মূলত তিনটি দাবি। এগুলো হলো বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের ক্যাটাগরি তিনটির পরিবর্তে দুটি করতে হবে; শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি আইন করা এবং জুলাই আন্দোলনে প্রত্যন্ত অঞ্চলের যারা আহত হয়েছেন, তাদের সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর চালু করা।

আরও পড়ুন

এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ অবস্থান ঘিরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্য কমিশন-এনসিপি  বৈঠক শুরু

বৃষ্টিতে ভিজলো হায়দরাবাদের স্বপ্ন

দেশে ফিরেছেন খালেদা জিয়া

গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু 

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল

গুলশানের ‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী, নেতা-কর্মীদের ঢল