ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

সাভারে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৬

সাভারে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় মো. মোমেন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মো. কামাল হোসেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা দারোগা মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। 


গ্রেপ্তাকৃতরা হলেন- আশুলিয়ার গাজিরচটের দক্ষিণ বাইপাই এলাকার বাসিন্দা সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), মো. হারুনের ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), আশুলিয়ার পলাশবাড়ি বটতলার মো. রফিকের ছেলে মোহাম্মদ রাকিব (১৫), দক্ষিণ গাজিরচটের আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া গ্রামের মো. ইব্রাহিম (৪৮) ও দক্ষিণ গাজীরচটের মৃত সোহেল মিয়ার ছেলে মো. রমজান (২৬)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন। 

আরও পড়ুন

নিহত মোমেন মিয়া আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার মৃত আজাহারের ছেলে। 

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় রুবেলের নেতৃত্বে গ্রেপ্তারকৃতরা মোমেনকে কুপিয়ে গুরুতর আহত করে। মোমেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ঘটনার এক ঘণ্টার মধ্যে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, “নিহতের কাঁধে ও পিঠে একাধিক গভীর ক্ষত ছিল। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ