ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বঞ্চিত শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : যুগ্ম সচিব

বঞ্চিত শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : যুগ্ম সচিব

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : সমাজসেবা অধিদফতর রাজশাহী বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব সৈয়দ মোস্তাক হোসেন বলেছেন, দেশের বঞ্চিত শিশুরা যাতে শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এজন্য তাদেরকে ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার তাদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলার জন্য সমাজসেবা হতে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। এ ঋণের মধ্যদিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। তাই সমাজসেবা হতে ঋণ নিয়ে এর যথার্থ ব্যবহারের মধ্যদিয়ে যথাসময়ে এ ঋণ পরিশোধ করতে হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নওগাঁর আত্রাই উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক আয়োজিত ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা ও শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আরও পড়ুন

আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক গওছল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, মুজাহিদ খান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের স্টিল কোম্পানির

সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ 

আগস্টে ভারতের বাংলাদেশ সফরে সায় নেই মোদী সরকারের

সরকারি অনুদানের ৩২টি চলচ্চিত্রের জন্য বরাদ্দ ৯ কোটি টাকা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন আর্সেনালের