ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

 চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিউজ ডেস্ক:  কক্সবাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গয়ালমারা এলাকায় যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার ওসি আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম আইরিন নিগার (৩৫)। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ফাজিলহাট এলাকার নোমান রশিদের স্ত্রী। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তারা সবাই বাসের যাত্রী।

আরও পড়ুন

ওসি আরিফুল আমিন বলেন, “চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয়জন আহত হন।”

তিনি আরো বলেন, ‍“স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ বাস ও ট্রাকটি জব্দ করেছে। মারা যাওয়া নারীর মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল 

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা 

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা 

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩