ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

বগুড়ায় আবাসিক হোটেল ম্যনেজার বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হোটেল ম্যনেজার বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল হত্যাকান্ডের প্রধান আসামি জুম্মান কসাই (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারের পর জুম্মান স্বীকার করেছে যে, চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে সে ও তার সহযোগীরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। জুম্মানকে গতকাল বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্র আরও জানায়, জুম্মান কসাইসহ কয়েকজন গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে (৪২) ছুরিকাঘাত করে। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে বিপুল মারা যান।

আরও পড়ুন

নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ম্যনেজার পদে চাকরি করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী