‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে মেহজাবীন বুবলী মন্দিরা’র সিনেমা
_original_1739623140.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বহু বছর যাবত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র শিক্ষক কেন্দ্র ’ মিলনায়তনে প্রদর্শিত হয়ে আসছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। সাধারণত এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রখ্যাত দর্শকপ্রিয় সিনেমাগুলোই প্রদর্শিত হয়। দেখা যায় যে অনেক সময় অনেক তারকা শিল্পীরাও তাদের অভিনীত সিনেমা ছাত্র শিক্ষক কেন্দ্র’ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে বসে উপভোগ করেন।
আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ উৎসব। প্রতিদিন চারটি সিনেমা প্রদর্শিত হবে। সেই ধারাবাহিকতায় এবারের উসবে সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী অভিনীত মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি প্রদর্শিত হবে উৎসবের চতুর্থদিন অর্থাৎ আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
আবার গেলো বছরের শেষপ্রান্তে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত সিনেমা শঙ্খ দাস গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি প্রদর্শিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি উৎসবের শেষদিনের শেষ সিনেমা হিসেবে। অর্থাৎ সেদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে ‘প্রিয় মালতী’ প্রদর্শিত হবে। নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
প্রতিদিন চলচ্চিত্র উৎসব শুরু হবে সকাল ১০.০০টায়। এরপর ধারাবাহিকভাবে শো চলবে দুপুর ১.০০টা, বিকেল ৩.৩০ ও সন্ধ্যা ৬.৩০ মিনিটে। প্রথম দিন অর্থাৎ আজ একে একে ‘অরুনোদয়ের অগ্নিসাক্ষী’,‘ ভাত দে’,‘ লাইভ ফ্রম ঢাকা’ ও পেয়ারার সুবাস’ প্রদর্শিত হবে। ১৬ ফেব্রুয়ারি ‘কিত্তনখোলা’,‘ স্বল্পদৈর্ঘ্য’ তিনটি চলচ্চিত্র, ‘রিকশা গার্ল’,‘ কাজলরেখা’ প্রদর্শিত হবে। ১৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘সুবর্ণরেখা’,‘ মোল্লা বাড়ির বউ’,‘ তুফান’, ‘নকশী কাঁথার জমিন’। ১৮ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘দেবদাস’,‘ বাতাসের ফেনা’, ‘ফাতিমা’ ও ‘দেয়ালের দেশ’। উৎসবের শেষদিন প্রদর্শিত হবে ‘দোস্ত দুশমন’,‘ আম্মাজান’,‘ বলী’ ও ‘প্রিয়মালতী’।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’র সভাপতি রোকনুজ্জামান তোহা ও সাধারন সম্পাদক শুভ্র দাস জানান, আজ বিকেল ৪.৩০ মিনিটে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুননন্দিত গুনী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন,‘ প্রিয় মালতী’র জন্য দর্শকের কাছ থেকে অপরিসীম ভালোবাসা পেয়েছি। আমার ভাষার চলচ্চিত্র উৎসবে প্রিয় মালতী প্রদর্শিত হবে জেনে ভীষণ ভালোলাগছে।’ উৎসবে ‘কাজল রেখা’ সিনেমাটি প্রদর্শিত হবে জেনে ভীষণ উচ্ছ্বসিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা মন্দিরা চক্রবত্তী।
মন্দিরা বলেন,‘ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ উৎসবের দ্বিতীয় দিনের শেষ সিনেমা হিসেবে আমার অভিনীত কাজল রেখা সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেবার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অভিনীত সিনেমাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে এসে উপভোগ করার জন্য।’
চিত্রনায়িকা বুবলী বলেন,‘ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি আগে থেকেই অবগত যে এই বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ দীর্ঘ ৩৪ বছর যাবত এই উৎসবটি নিয়মিতভাবে করে আসছে। এবারের উৎসবে আমার অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। দেয়ালের দেশ’ সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি। আর এই উৎসবে আমার অভিনীত সিনেমাটি দেখার ইচ্ছে রয়েছে।’
মন্তব্য করুন