ভিডিও বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

লোটাস কামাল পরিবারের ১০৭ ব্যাংক অ্যাকাউন্টে ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

লোটাস কামাল পরিবারের ১০৭ ব্যাংক অ্যাকাউন্টে ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) পরিবারের ১০৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৮৫০ কোটি কোটির অস্বাভাবিক লেনদেন ও ১৬৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

মামলায় মুস্তফা কামাল, তার স্ত্রী এবং তাদের কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের ১০৭টি ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা লেনদেন ও ১৬৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, মুস্তফা কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামালের অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা ও ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকা। কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের যথাক্রমে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা ও ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

আরও পড়ুন

এছাড়া মুস্তফা কামালের ৩২টি ব্যাংক হিসাবে ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকা, কাশ্মীরি কামালের ২০টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ১৩৩ টাকা, কাশফি কামালের ৩৮টি ব্যাংক হিসাবে ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকা ও নাফিসা কামালের ১৭টি ব্যাংক হিসাবে ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার লেনদেনের অভিযোগ এনেছে দুদক।

ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে মুস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ২২ আগস্ট মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন, ১২ লাখ টাকায় সমঝোতা

ভারতের উদ্দেশে হামজাদের যাত্রা

‘লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া’

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌক্তিক সমাধান জরুরি

সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র