ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৪ রাত

লোটাস কামাল পরিবারের ১০৭ ব্যাংক অ্যাকাউন্টে ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

লোটাস কামাল পরিবারের ১০৭ ব্যাংক অ্যাকাউন্টে ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) পরিবারের ১০৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৮৫০ কোটি কোটির অস্বাভাবিক লেনদেন ও ১৬৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

মামলায় মুস্তফা কামাল, তার স্ত্রী এবং তাদের কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের ১০৭টি ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা লেনদেন ও ১৬৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, মুস্তফা কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামালের অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা ও ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকা। কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের যথাক্রমে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা ও ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

আরও পড়ুন

এছাড়া মুস্তফা কামালের ৩২টি ব্যাংক হিসাবে ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকা, কাশ্মীরি কামালের ২০টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ১৩৩ টাকা, কাশফি কামালের ৩৮টি ব্যাংক হিসাবে ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকা ও নাফিসা কামালের ১৭টি ব্যাংক হিসাবে ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার লেনদেনের অভিযোগ এনেছে দুদক।

ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে মুস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ২২ আগস্ট মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

জকসু নির্বাচনে ছাত্রদল-ছাত্রশিবিরের ভিপি প্রার্থীর মধ্যে ব্যবধান ৬ ভোট

ভারতে চুরি করতে গিয়ে একজস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর 

আজ জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

নওগাঁয় বাস চালককে অফিসে ডেকে পেটানোর অভিযোগ সার্কেল এএসপির বিরুদ্ধে

ছয় কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস