ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বগুড়ায় স্কুল ছাত্র ফাহিম হত্যার অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসির মানববন্ধন

বগুড়ায় স্কুল ছাত্র ফাহিম হত্যার অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসির মানববন্ধন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্কুল ছাত্র ফাহিম হত্যার ঘটনায় রাব্বি (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর থানার পুলিশের একটি টিম শহরের চকলোকমান থেকে তাকে গ্রেফতার করে। ধৃত রাব্বি সোনাতলার হরিখালি এলাকার রোস্তম আলীর ছেলে। তবে রাব্বি শহরের চকলোকমান কলোনীতে বসবাস করে। এর আগে গত মঙ্গলবার ফাহিম হত্যার অভিযোগে ফাহিমের বাবা ফরহাদ বাদি হয়ে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এস.এম মঈন।

এদিকে সব আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে এলাকাবাসি মানববন্ধন, অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর কাছে কলোনী এলাকায় এই মানববন্ধন করা হয়। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়। এ সময় সেখানে সড়ক অবরোধ করা হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া পলিটেকনিকের সামনে মো: ফাহিম (১৮) নামে ১০ম শ্রেণির ওই ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ফাহিমকে বুকসহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুই বলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয় বলে তার বড় ভাই জানান। নিহত ফাহিম শহরের চকফরিদ কলোনী এলাকার মো: ফরহাদের ছেলে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২