ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সংগৃহীত,দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মাঘ মাস শেষ হতে বাকি মাত্র তিন দিন। স্বাভাবিক নিয়মে এ সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে।

সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

মঙ্গলবার ও বুধবার দেশের বেশির ভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। একই সময়ে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। আগামী কয়েক দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তবে শুক্রবার বা এর পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, "আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে। তবে শুক্রবার বা এরপর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।"

তিনি আরও জানান, "বুধবার রংপুর ও সিলেটের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা তেমন উল্লেখযোগ্য কিছু নয়।"

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবো : নাহিদ ইসলাম

চট্টগ্রামে হজযাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটিতে রানওয়ের মাঝপথে আটকা উড়োজাহাজ

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন 

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

ইউপি চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা