ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ৯৮ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৯৮ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮শ’ গ্রাম গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার ও একটি ট্রাক জব্দ করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদূরে ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা একটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের রুহুল আমিনের ছেলে সবুজ মিয়া (৩২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার লঘু নন্দনপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)।  জানা যায়, আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত আশা ফিলিং স্টেশনে অবস্থান করা (ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৬) ট্রাক তল্লাশি করে।

আরও পড়ুন

এ সময় ট্রাকের চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করাহয়। এসময় উল্লেখিত দুই মাদককারবারিকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

অনাহারে শিশুসহ গাজায় আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা

রাতের আঁধারে নাটোরের বাগাতিপাড়ায় দোকানে চুরি!

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন

ছয় লাশ পোড়ানোর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে আট আসামি

বাংলাদেশ এখন এক নতুন যুগে প্রবেশ করছে : প্রধান উপদেষ্টা