ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ৮

বগুড়ার সারিয়াকান্দিতে মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ৮

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি থানার অভিযানে উপজেলা মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে আরও ৭ জন আসামিকেও ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে পুলিশের অভিযানে নাশকতার মামলার আসামি উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়াকে (৪৬) গ্রেফতার করা হয়। দুলাল মিয়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে  হাটফুলবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

তারা হলো, হাট শেরপুর  ইউনিয়নের হাটশেরপুর গ্রামের মৃত জামাল উদ্দীন বেপারীর ছেলে ইনতু বেপারী (৫৯), মৃত জাবেদ আলি বেপারীর ছেলে ভুলু বেপারী (৫৮), নারচী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মগলু সরকারের ছেলে ইউসুফ সরকার, পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত দুদু আকন্দের ছেলে বুলু আকন্দ,বাগবের (কালীতলা) গ্রামের বাচ্চু সরকারের ছেলে আলম সরকার (৩২), নারচী ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে জয়নাল (৬০), জয়নালের স্ত্রী রহিমা বেগম (৫৫)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

অবশেষে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

গাইবান্ধার সাদুল্লাপুরে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ

‘গুলমোহর’ অন্য এক সারিকা সাবাহকে দেখার অপেক্ষায়

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

পাহারাদারকে বেঁধে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি