বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে, সারা দেশের ৬৪ জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৮ রাত
ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার আশ্বাস: ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
তিনি বলেন, বিএনপির দ্রুত নির্বাচনের দাবির জবাবে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। এই মাসের ১৫ তারিখের মধ্যে প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও জানান বিএনপি মহাসচিব।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সরকার এড়াতে পারে না। সরকারের যে প্রতিষ্ঠান বা বাহিনীগুলো আছে তাদের সামনেই একের পর এক ঘটনাগুলো ঘটেছে। সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা যথেষ্টভাবে বিপন্ন হয়েছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে কথা বলার।’
আরও পড়ুনমন্তব্য করুন