ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে কৃষকের ৮ বিঘা জমি সেচবঞ্চিত

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে কৃষকের ৮ বিঘা জমি সেচবঞ্চিত। প্রতীকী ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে এক কৃষকের ৮ বিঘা জমিতে সেচকাজ বন্ধ রেখেছে বিএনডিসির  সেচ সংযোগ গ্রহিতা আমজাদ হোসেন সোহরাব। বিষয়টি নিয়ে সামাজিকভাবে সালিশী বৈঠকে সেচ দেবার প্রুতিশ্রুতি দিলেও কথা রাখছেন না ওই সেচ সংযোগ গ্রহিতা।

আসন্ন বোরো মৌসুমে ওই সেচ পাম্পের আওতায় সব জমিতে সেচ দিলেও পানির অভাবে এখনো অনাবাদী পড়ে রয়েছে ভুক্তভোগী কৃষকের ৮ বিঘা জমি। অবশেষে প্রতিকার চেয়ে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভ্ক্তুভোগী কৃষক উপজেলার পারুলকান্দি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের পুত্র মিজানুর রহমান সুইট।

প্রতিকার চেয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন কৃষক মিজানুর রহমান সুইট। অভিযোগে  উল্লেখ করা হয়েছে, কৃষক মিজানুর রহমান ও আমজাদ হোসেন সোহরাব পরস্পর আত্মীয় ও প্রতিবেশি। দশ বছর আগে সরকারি নিয়ম মেনে গ্রামের দক্ষিণ পাশে তারা একটি অগভীর নলকূপের সংযোগ নিয়ে সেচকাজ পরিচালনা করে আসছেন। গত বছর পারিবারিক বিরোধের জের ধরে রোপা আমন মৌসুমে আমজাদ হোসেন সোহরাব তার প্রতিবেশি মিজানুর রহমান সুইটের জমিতে সেচ প্রদান বন্ধ করে দেয়।

তখন সুইট কাজিপুর উপজেলা সেচ কমিটির  সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখাস্ত করেন। কিন্তু তখন বৃষ্টি হওয়ায় আর সেচের প্রয়োজন না পড়ায় বিষয়টিরও সুরাহা হয়নি। এ বছর বোরো মৌসুমের শুরুতেই আমজাদ হোসেন সোহরাব অন্য সব জমিতে পানি দিলেও মিজানুর রহমান সুইটের জমিতে সেচ প্রদানে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন

এ নিয়ে গ্রাম্যভাবে বৈঠকে সেচ প্রদানের কথা স্বীকার করলেও সুইটের জমিতে পানি দেননি। ফলে বোরোচাষ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষক সুইট। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে উভয়পাশের জমিতে বোরোধান লাগলেও সেচের অভাবে এখনও অনাবাদী রয়েছে কৃষক মিজানুর রহমান সুইটের জমি।

এ বিষয়ে  সোহরাব বলেন, দশ বছর যাবৎ সেচ দেই। কিন্তু ঠিকমতো টাকা দেয় না, দিলেই সেচ দেবো। তবে কত টাকা তিনি পান সেটা বলতে পারেননি। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, অভিযোগ পেয়েছি। দ্রুতই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১