ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

বহু বছর পর পর্দায় ফিরছেন শতাব্দী

বহু বছর পর পর্দায় ফিরছেন শতাব্দী

বিনোদন ডেস্ক : বহু বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন টলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী রায়। জানা গেছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘বাৎসরিক’ এ দেখা যাবে তাকে। এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন ঋতাভরী চক্রবর্তীকেও। ছবিতে গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী।

‘বাৎসরিক’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। চলতি মাসের শেষে ছবির শ্যুটিং শুরু হবে । ছবির গল্পে ঋতাভরী চক্রবর্তী একজন বিধবা, যিনি তাঁর স্বামীকে হারিয়েছেন। শতাব্দী রায়কে একজন ভাই হারোনো দিদির চরিত্রে দেখা যাবে। এই দুজনের জীবন কিভাবে এগোবে সেটা ঘিরেই ছবির গল্প।

সংবাদ মাধ্যমকে মৈনাক ভৌমিক জানিয়েছেন, ‘বাৎসরিক’ এর জন্য শতাব্দী রায়কে তিনি বিশেষভাবে বাছাই করেছেন। তিনি এমন কাউকে খুঁজছিলেন, যাঁকে অনেকদিন পর্দায় দেখা যায়নি। মৈনাক  বলেন, ‘ওঁর সঙ্গে সদ্যই আলাপ হয়েছে। ওঁকে গল্পটা শোনানোয় ওঁর ভালো লাগে।’

আরও পড়ুন

অন্যদিকে শতাব্দী রায়ও জানিয়েছেন দীর্ঘ ১০ বছর পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তিনি খুশি। এর আগে যদিও বেশ কিছু সুযোগ এসেছিল। কিন্তু রাজনৈতিক কাজ এবং ডেট ম্যানেজমেন্টের কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সেই সুযোগ মিলেছে এবং তিনি রাজি হয়েছেন। বীরভূম লোকসভা থেকে শাসক দলের হয়ে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন শতাব্দী রায়।

মৈনাক ভৌমিকের সঙ্গে শতাব্দী রায়ের এটি প্রথম কাজ। তবে ঋতাভরী চক্রবর্তী এর আগে মৈনাকের পরিচালনায় ‘গৃহস্থ’ ছবিতে কাজ করেছিলেন। তাই অভিনেত্রী-পরিচালক সম্পর্কের মধ্যে একটি পরিচিতি ছিল। মৈনাকের নির্দেশনায় কাজ করতে তাঁরা উভয়েই বেশ আনন্দিত। ‘বাৎসরিক’ ছবির প্রযোজনার হিসেবে দায়িত্বে থাকছে বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে কুপিয়ে হত্যা

রেকর্ড গড়ে উইম্বলডনের নতুন রানি শিয়াটেক

কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা স্বামীর 

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’

সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

বগুড়া সারিয়াকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু