ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে আগুন

অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে আগুন

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধরা।

এ সময় বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।

বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়্নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধরা৷

জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ইনচার্জ লুৎফর রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এটি করেছে তা বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে যত সাজেই নিজেকে সাজাক না কেন নারীর সাজে পূর্ণতা আসে গহনায়

শুক্রবার খোলা থাকবে সরকারি ৪ ব্যাংক

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে চাকরিচ্যুত 

গরুর মাংসের কোরমা রাঁধবেন যেভাবে

চীন ও বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করবে

বগুড়ার ধুনটে ডিবি’র ছয় পুলিশ রিমান্ডে