ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে কোচিং করাবো না; বাটলার

 নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে কোচিং করাবো না; বাটলার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে এই দলের কোচিং করাবেন না বলে ঘোষণা দিয়েছেন কোচ বাটলার।


আজ (বুধবার) বিকেলে ফুটবল ফেডারেশনে সাংবাদিকদের সামনে তিনি এমন কথাই জানিয়েছেন। নারী দলের এই ব্রিটিশ কোচ গতকাল বাফুফের বিশেষ কমিটির মুখোমুখি হয়েছিলেন। সেই বিষয়ে আজ পিটার বাটলার সরাসরি বলেন, ‘বেশ সুন্দর পরিবেশে কথোপকথন হয়েছে। তারা জানতে চেয়েছে, আমিও ব্যাখ্যা দিয়েছি। আমি বেশ স্পষ্টভাবে বলেছি যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ফ্যাক্টবিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’ 

 তিনি বলেন, ‘আমি নির্দিষ্টসংখ্যক খেলোয়াড়ের কথা বলেছি, তারা থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স এবং এসব বন্ধ হওয়া দরকার।’

বাটলার যাদের বাদ দিতে চান তাদের অনেকেই সাফজয়ী দলে ছিলেন। তারা মাঠে খেলেই চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশকে। এরপরও শৃঙ্খলা প্রশ্নে কারও সঙ্গে সমঝোতা করতে চান না এই কোচ, ‘এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়। এখানে সমঝোতার কিছু নেই। তারা থাকলে আমি থাকব না। একদম পরিষ্কার।’ শৃঙ্খলার বিষয়ে ইঙ্গিত দিয়ে কোচ আরও বলেন, ‘বাংলাদেশ দুইবারের সাফ চ্যাম্পিয়ন। কয়জন নারী বিদেশে লিগ খেলে? বিদেশি লিগে না থাকার কারণ ডিসিপ্লিন। আমি ইংলিশ ও ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানি। যেটা চলছে এটা গ্রহণযোগ্য নয়।’ সাবিনা খাতুন, কৃষ্ণা, মারিয়া ও সুমাইয়া বিদেশি লিগে খেলেছেন। যা বাটলারের অজানা। 

আরও পড়ুন


বাফুফে কোচকে নিয়ে  ফুটবলারদের চিঠি প্রেরণের পর একটি কমিটি করেছে। বর্তমানে তদন্ত করছে সেই কমিটি। কমিটি আগামীকাল (বৃহস্পতিবার) সভাপতি বরাবর প্রতিবেদন দেবে। এর আগে কোচ গণমাধ্যমে এভাবে কথা বলাও শৃঙ্খলা বহির্ভূত। কোচ শৃঙ্খলা ভেঙেছিলেন নেপালে কাঠমান্ডু সাফ টুর্নামেন্ট চলাকালেও। সেই সময় তিনি এক গণমাধ্যমে বলেছিলেন, ‘ইংল্যান্ড হলে আমি বেশ কয়েকজন খেলোয়াড় বাদ দিতাম।’ পরে সেই খেলোয়াড়রাই তাকে চ্যাম্পিয়ন করেছে।

পরবর্তীতে বাটলার নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে ইঙ্গিত করে কথা বলে পরিস্থিতি খারাপ করেছেন। যা কোড অব কন্ডাক্ট বহির্ভূত এবং শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ নিয়ে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেয়েরা মিজগাইডেড ছিল, আমি সেটাই বলার চেষ্টা করেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও